ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বরিশাল রেঞ্জাধীন আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১২-১৫ ০৬:০৬:২১

বরিশাল রেঞ্জের আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা- ২০২২ উপলক্ষ্যে (১৪ ডিসেম্বর) দিনব্যাপী বরগুনা ভ্যেনুতে বিভিন্ন ক্যাটাগরিতে একক এবং দ্বৈতভাবে খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত  ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বরিশাল রেঞ্জের ৬ টি জেলা ও আর আর এফ, বরিশাল পুলিশের টিম অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুস ছালাম পুলিশ সুপার বরগুনা, আরো উপস্থিত ছিলেন, এস এম তারেক রহমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনাসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। 

বরগুনা জেলা পুলিশ লাইন্স পুলিশ গ্রাউন্ডসে পরিদর্শক থেকে তদুর্ধ্ব পর্যায়ের দ্বৈত খেলায় অফিসার ইনচার্জ আমতলী থানা ও ডিআইও-১ বরগুনা সমন্বয়ে গঠিত বরগুনা জেলা পুলিশ দল বরিশাল জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুলিশ সুপার মহোদয় বিজয়ীদের ট্রফি প্রদান। এ সময় তিনি বলেন পুলিশ বিভাগ খেলাধুলায় এগিয়ে যাবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন আমতলী থানার পক্ষ থেকে আমি অংশগ্রহণ করেছিলাম আমার যদি কোন অর্জন থাকে সে অর্জন আমার  একার নয় বরগুনা জেলা পুলিশ ও আমতলীর সবার।

জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর