ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-১৫ ০৫:১৪:১১

দিনাজপুর চিরিরবন্দরের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ৷

আজ বৃহস্পতিবার  দুপুর ১২ টার দিকে দশ মাইল টু সৈয়দপুর সড়কের দেবিগঞ্জ বাজারে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোটর সাইকেল চালক টুটুল চন্দ্র দত্ত (২২) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বারাইপাড়ার তেজস চন্দ্র দত্তের ছেলে।

দিনাজপুর দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  রেজাউল হক বলেন, নিহত টুটুল দত্ত একজন ব্যবসায়ী। মোটর সাইকেল যোগে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে ব্যবসায়িক কাজে যাবার সময় দিনাজপুর রংপুর মহা সড়কের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকায় ঢাকা গামী একটি যাত্রীবাহি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনাস্হলে মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রথমে হাইওয়ে থানায় নিয়ে আসা হয় পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী