কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব ক্ষিতীশ রায়ের বনাঢ্য কর্মজীবনের অবসরজনীত বিদায়ী সংবর্ধনায় প্রদান করা হয়েছে।বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি মোঃ আনিসুজ্জামান সোবহানীর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদায়ী সংবর্ধনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন,বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষক আব্দুল হামিদ প্রমানিক,অবসরপ্রাপ্ত কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের কাজী,ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মোর্শেদ আলম, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন,বড়ভিটা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মহির উদ্দিন ব্যাপারী,পল্লী চিকিৎসক বীরেন্দ্রনাথ সরকারসহ আর অনেকে।এসময় মান পত্র পাঠ করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার শাম্মী ও ফুয়াদ মাহমুদ রাকিব, শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন সহকারী সাজেদুল করিম।
অনুষ্ঠানের বক্তরা বিদায়ী সহকারী শিক্ষক জনাব ক্ষিতীশ রায়ের কর্মজীবনের নানান বিষয় স্মৃতিচারণ ও তার দীর্ঘ জীবন কামনা করেন। অনুষ্ঠানের শুরুতেই তাঁকে ফুলের শুভেচ্ছা ও বিভিন্ন সম্মাননা স্মারক প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। পরে সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।