ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বরিশালে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিনের উদ্বোধন
  • শহিদুল ইসলাম, বরিশাল
  • ২০২২-১২-১৪ ১৩:১৯:০৬
বরিশালে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিনের উদ্বোধন হয়েছে। প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বরিশালে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার ও সহকারী কমিশনারবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উদ্বোধন ফলক ও ফিতা কেটে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিনের উদ্বোধন করেন। পরে বিভাগীয় কমিশনার কিয়স্ক মেশিন এর কার্যক্রম পর্যবেক্ষন করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী