রামেবিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
- সানোয়ার আরিফ, রাজশাহী
-
২০২২-১২-১৪ ১০:৩৫:৩১
- Print
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় পালন করে।
এ দিবসটি উপলক্ষ্যে রামেবির অস্থায়ী কাযার্লয়ে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১ টায় রামেবিথর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন ১৯৭১ সালে এ দিনে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দেশের শি¶াবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী রাজাকার—আলবদর—আল শামস বাহিনীর সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়েই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তবে বিজয়ের প্রাক্কালে এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়।
উপাচার্য আরো বলেন শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী—সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন রামেবির পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, পরিচালক ( অ.হি.) ডা.জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা.আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, উপ—পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সারওয়ার জাহান, উপ— কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ—পরিচালক (প. উ.) এসএম ওবায়দুল ইসলাম, সহকারী পরী¶া নিয়ন্ত্রক ডা. আমীর হোসেন, সহকারী—রেজিস্ট্রার (চ.দা.)রাসেদুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা)নাজমুল হোসেন, গোলাম রহমান, মোসা. সীমা আক্তার,আব্দুস সোবহান,শরিফুল ইসলামসহ রামেবির সকল পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।