ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সিরাজগঞ্জ মুক্ত দিবস পালিত
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১২-১৪ ১০:০৩:১৮
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বুধবার (১৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ মুক্ত দিবস পলিত হয়। এ উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্ত দিবসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অধ্যক্ষ টিএম সোহেল, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, সাবেক জেলা কমান্ডার গাজী সোরহাব আলী সরকার, গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা কমান্ডার ফজলুর রহমান খান প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী সাড়া শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার স্টেশন সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ