চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল যুবকের
- শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
-
২০২২-১২-১৪ ০৬:৩৩:০২
- Print
চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে বাগবিতণ্ডার জেরে সুমন গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ।
নিহত সুমন গাজী (৩৫) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার ইউসুফ আলী গাজীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
চাঁদপুর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী লঞ্চের যাত্রী সুমন গাজীর সঙ্গে সিটে বসাকে কেন্দ্র করে অপর যাত্রী মামুনের বাগবিতণ্ডা হয়। এ সময় বাবু তার সহযোগীদের মুঠোফোনে চাঁদপুর লঞ্চঘাটে উপস্থিত থাকতে বলে। এ সময় সুমন গাজী লঞ্চ থেকে নামলে বাবু ও তার সহযোগীরা তার ওপর হামলা ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে এবং আহত সুমনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, সুমনের পেটের ডান পাশে গুরুতর জখম হয়। তাছাড়া তার পিঠের নিচসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সুমন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে ভোরে অবস্থার অবনতি হয়। পরে তাকে আবার হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ।