ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২২-১২-১৪ ০৬:২৪:০৬
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেককে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকাল ৩টায় তার নিজ এলাকা উপজেলার রাধানগরে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, বেলাব উপজেলা চেয়ারম্যান শমসের জামান রিটন, ডিডিএলজি নরসিংদী’র ভুইয়া মো. রেজাউর রহমান সিদ্দিকী, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি মো, আজিজুর রহমান প্রমূখ। উল্ল্যেখ, ১৩ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর একটি বেরসকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণসহ উপজেলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী