ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বৈধ এজিএম না হওয়ায় নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিট কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন দাবী
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১২-১৩ ১২:৪০:১৩

২০২২ সালে বৈধ এজিএম (বার্ষিক সাধারণ সভা) না হওয়ায় নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিট কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন দাবী করেছেন নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক ডেলিগেট সাংবাদিক এ বি এম আজরাফ টিপু। তিনি ১২ ডিসেম্বর নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়ার নিকট লিখিত আবেদনে বর্তমান নির্বাহী কমিটিকে বাতিল যোগ্য কমিটি দাবী করে অবিলম্বে এডহক কমিটি গঠন পূর্বক নতুন নির্বাচনের দাবী জানান।

আবেদনে উল্লেখ করা হয়, বিগত ২০২১ সালের ডিসেম্বর মাসে কোরাম বিহীন একটি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কাগজে কলমে ভূয়া উপস্থিতি দেখিয়ে রেজুলেশন তৈরী করে নির্বাচন করা হয়েছিল। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা বিধি তথা প্রেসিডেন্ট অর্ডার ২৬ (১৯৭৩) অনুযায়ী ২০২২ সালের বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের এজিএম এর রেজুলেশন অনুমোদন করার বিধান রয়েছে। কিন্তু ২০২২ সালের ৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হলেও সভার নোটিশ ডাকযোগে সদস্যদের কাছে পাঠানো হয়নি মর্মে আজীবন সদস্যদের অভিযোগ রয়েছে। যার ফলে ৬ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভায় কোরাম পূর্ণ হয়নি। যেখানে কোরামের জন্য ৭০৯ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন ছিল, সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা সম্পন্ন একটি হলরুমে মাত্র ৫০ জন সদস্য নিয়ে বার্ষিক সাধারণ সভা করায় উক্ত সাধারণ সভাটি বৈধ হয়নি। তছাড়া উক্ত সভাতেও পূর্ববর্তী সাধারণ সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন হয়নি। পরবর্তীতে যুবরেডক্রিসেন্ট এর ফেসবুকে একটি মূলতবী সভার ব্যানার পোষ্ট করা হয়েছে যা নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী হাজী আবদুস সাত্তার শেয়ার করেছেন। উক্ত ছবিতে দেখা যায় হলরুমে কোন সাজসজ্জা নেই। রেডক্রিসেন্টের আয়োজক কিংবা সদস্যবৃন্দও উপস্থিত নেই। এ ব্যানার ফেসবুকে পোষ্ট করার মাধ্যমে ইউনিট সেক্রেটারী হাজী আবদুস সাত্তার নিজেই ৬ তারিখের সাধারণ সভাকে অবৈধ সভা প্রমাণ করেছেন। মূলতবী সভা করার বিধান হলো নির্ধারিত দিনের নির্ধারিত সময়ের ৩০ মিনিটের মধ্যে সভায় কোরাম না হলে ৩১ মিনিটে সভা মূলতবী ঘোষণা করে উপস্থিত সদস্যদের জানাতে হবে। কিন্তু যেহেতু ৬ ডিসেম্বর কোরাম ছাড়া সভা করা হয়েছে, সেহেতু ৭ ডিসেম্বর মূলতবী সভা করার কোন সুযোগ নেই এবং ৭ ডিসেম্বরের পর বার্ষিক সাধারণ সভা করারও কোন বিধান নেই। তাই ২০২১ সালের বার্ষিক সাধারণ সভার রেজুলেশন অনুমোদন না হওয়া এবং ২০২২ সালের ১ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে না পাড়ায় উক্ত কমিটি বাতিলযোগ্য হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী