ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ফরিদুল ইসলাম সভাপতি, মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২২-১২-১৩ ১২:২০:০০

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হলো কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন।  ১৩ ডিসেম্বর সকালে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত)  ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেলে কেন্দ্রীয় নেতারা ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মুজিবুর রহমানকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা