ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আমতলীতে ভিডব্লিউবি কার্ডের আবেদন সরেজমিনে যাচাই-বাছাই শুরু
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১২-১২ ০৬:৩৬:০৭
বরগুনা আমতলী উপজেলার ৭ টি ইউনিয়নে ভিডব্লিউবি (২০২৩-২০২৪) চক্রের কার্ডের জন্য অনলাইনে মোট আবেদন জমা পড়েছে ৬ হাজার ৫৯৯টি। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির এ আবেদনের সময়সীমা শেষ হয় গত ২৫ নভেম্বর। এখন চলছে সরেজমিনে যাচাই-বাছাইর কাজ। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক সরেজমিনে এ যাচাই-বাছাইয়ের কাজ চলবে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। ভিডব্লিউবি মূলত গ্রামীণ অসহায়, দুঃস্থ মহিলাদের কার্ডের মাধ্যমে দুই বছর মেয়াদী- প্রতিমাসে ৩০ কেজি চাল সহায়তার একটি কর্মসূচি। পূর্বে এ কর্মসূচির নাম ছিল ভিজিডি। আমতলী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, ইউনিয়নের আয়তনে, দারিদ্রতা ও পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর অবস্থার পরিস্থিতি বিবেচনায় আমতলী উপজেলায় বরাদ্দকৃত মোট ভিডব্লিউবি কার্ডের সংখ্যা দুই হাজার ১৭০ টি। এর বিপরীতে মোট আবেদন পড়েছে ছয় হাজার ৬ হাজার ৫'শত ৯৯ টি। ইউনিয়ন ভিত্তিক আবেদন সংখ্যার মধ্যে- আঠারগাছিয়া ইউনিয়নে সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে। এ ইউনিয়নে মাত্র ৩০৫ টি কার্ডের বিপরীতে অনলাইনে আবেদন করেছে এক হাজার ৪৯৩ জন। হলদিয়া ইউনিয়নে বরাদ্দকৃত ৩৮৮ টি কার্ডের বিপরীতে আবেদন করেছে এক হাজার ৩১২ জন। কুকুয়া ইউনিয়নে ৩১৩ টি কার্ডের বিপরীতে আবেদন করেছে এক হাজার ৩৭ জন। আমতলী সদর ইউনিয়নে ৩২৬ কার্ডের বিপরীতে আবেদন করেছে ৯৫৪ জন। গুলিয়াখালী ইউনিয়নে বরাদ্দকৃত ৩৭২ কার্ডের বিপরীতে আবেদন করেছে ৫৮৯ জন। আরপাঙ্গাশিয়া ইউনিয়নে ১৮৮ কার্ডের বিপরীতে ৫৫৯ জনে আবেদন করেছে। আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ভিডব্লিউবি (২০২৩-২০২৪) চক্রের কার্ডের জন্য অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে মোট আবেদন পড়েছে ছয় হাজার ৬ হাজার ৫ শত ৯৯ টি। ইউনিয়ন ভিত্তিক অনলাইন আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউনিয়ন কমিটির নিকট জমা হয়।ইউনিয়ন কমিটি ২০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক যাচাই-বাচাই শেষে এমআইএস ছকের মাধ্যমে তালিকা প্রস্তুত করে উপজেলা ভিডব্লিউবি কমিটির নিকট প্রেরণ করবে। উপজেলা ভিডব্লিউবি কমিটি আবেদনকারীদের প্রকৃত অবস্থা সরেজমিনে যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী