ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর বিরামপুরে ধান ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-১২ ০৬:০৯:৫১
দিনাজপুরের বিরামপুরে ধানী জমি থেকে আশরাফুল ইসলাম নামে (৪৭) এক ব্যাক্তি লাশ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বিরামপুর উপজেলার বেগমপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে। পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়,রবিবার রাতে আশরাফুলের স্ত্রী প্রতিবেশিদের সঙে হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিলে যায়। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৪’শ গজ দুরে তার বর্গা নেওয়া জমিতে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসি আব্দুর জলিল বলেন,নিহত আশরাফুল ইসলাম একজন সাদা সিদে মানুষ। এলাকার কারো সঙে তার কোন প্রকার বিরোধ নেই। রাতে এক সঙে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি তাকে কে বা কাহারা হত্যা করে মরদেহটি ধানের জমিতে রেখে যায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বলেন,ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মরদেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী