ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-১২-১১ ০৫:২১:৪২
নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার সদর উপজেলার গোড়গ্রামে অবস্থিত পাখির অভয়াশ্রম ‘নীলসাগরে’ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান। জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এতে। নীলফামারী প্রেসক্লাবের স্থায়ী জায়গা ভবন নির্মাণ, সুস্থ্য সাংবাদিকতার চর্চা, নবীণদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পলা গ্রহণ করা হয় এই সভায়। নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বলেন, ২০২১ সালের ২০নভেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সাত ডিসেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করি আমরা। এক বছরেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করেছি আমরা। অনেক পরিকল্পনা রয়েছে সেগুলো সম্মিলিত ভাবে বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হককে সম্মাননা প্রদান করা হয়। প্রসঙ্গত দীর্ঘ ১১বছর পর নির্বাচনের মাধ্যমে ২১সদস্যের কমিটি গঠন করা হয় নীলফামারী প্রেসক্লাবের।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন