ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে পর্বত দিবস উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-১২-১১ ০১:২৭:৪৪
বান্দরবানে আন্তজার্তিক পর্বত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর ) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সাতকানিয়া বায়তুলইজ্জত এলাকা থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে এসে সমাপ্তি হয়। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াবিদ,জেলা পরিষদ ও পুলিশের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। সাতকানিয়া বায়তুলইজ্জত এলাকা থেকে শুরু হয়ে জেলা সদরের রাজার মাঠ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পথে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর ১ ঘন্টা ৩০ মিনিটের মাথায় রাজার মাঠে পৌঁছে ১ম স্থান অধিকার করে আব্দুল্লাহ আল নোমান। এরপরে যথাক্রমে ২য় স্থান অধিকার করে মোঃ কাউছার এবং ৩য় স্থান অধিকার করে মোঃ রুবেল। পরে রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ এটিএম কাউছার হোসেন, পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, সিংইয়ং ম্রো'সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী