ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
দিনাজপুরে ব্যাংক এ্যাকাউন্ড টাকা না রেখে চেক প্রদান করায় উকিল নোটিশ
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-১০ ১০:২৭:৪৪

দিনাজপুর বোচাগঞ্জে ব্যাংক এ্যাকাউন্ড এ টাকা না রেখে চেক প্রদান করায়  হাবিবুল্লাহ (৪২) নামে এক প্রতারককে লিগ্যাল নোটিশ প্রদান করা করেছে দিনাজপুর জজ কোর্টের এক আইনজীবি।

আজ রবিবার দিনাজপুর জজ কোর্টের আইনজীবী মনোয়ারা বেগম নিশ্চিত করেছেন।
আইনজীবি মনোয়ারা বেগম বলেন,  চলতি বছরের গেল নভেম্বর মাসের ৮ তারিখে প্রতারক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের  নজরুল ইসলাম নজুর ছেলে  মোঃ হাবিবুল্লাহকে আমার মক্কেল  আব্দুল মান্নানকে ব্যবসায়ীক লেনদেনের বকেয়া পাঁচ লক্ষ  টাকা পরিধোদের জন্য এনআরবিসি বিরল শাখার একটি চেক প্রদান করেন।

তিনি আরোও বলেন, চেক প্রাপ্ত হয়ে পাওয়ানাদার মান্নান নিদিষ্ট তারিখে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য চেকটি জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল মর্মে একটি প্রত্যয়ন প্রদান করেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃক প্রত্যায়ন পত্রের বিষয় নিয়ে চে প্রদানকারী হাবিবুল্লাহ সাথে যোগাযোগ করলে সে বিভিন্ন টালবাহানা শুরু করে।

এ বিষয়ে মোবাইল ফোনে মোঃ হাবিবুল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি  সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি মোবাইল ফোন রেখে দেন।

অনুসন্ধানে  জানা গেছে হাবিবুল্লাহ শুধু আব্দুল মান্নান নয় ওই এলাকার অনেক নিরীহ ব্যবসায়ীর নিকট এই কৌশল অবলম্বন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে  স্থানীয় ব্যবসায়ীরা জানান। হাবিবুল্লাহ ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে এই প্রতারনা মুলক এই কাজ করে যাচ্ছেন। তার সাথে এ ধরনে একটি শক্তিশালী চক্র রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ