ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
১৩ ডিসেম্বর গণবিক্ষোভ ও ২৪ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-১২-১০ ১০:২৫:৫৮

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে দশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের পদত্যাগে বাধ্য করতে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল করা হবে।’

এ ছাড়া নিহত নেতাকর্মীদের হত্যার বিচার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর ঢাকাসহ জেলা সদরে গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান ড. মোশাররফ। 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এ সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের দিকে যাবে। এ লক্ষ্যে আমরা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছি। আগামীদিনের কর্মসূচিগুলো যুগপৎভাবে পালন করব বলে আশা করছি।’

এসব কর্মসূচিতে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির এ বির্ষীয়ান নেতা।

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে