ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-১০ ০৯:৫৪:১১

দিনাজপুর এম.আব্দুর মেডিকেল কলেজের সম্মুখ সড়কের স্প্রিড ব্রেকারের ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে  ট্রাকের  নিচে চাপায় পড়ে আসিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।  এ সময় মোটর সাইকেলে  থাকা অপর একজন আহত হয়েছে। 

আজ শনিবার  (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনের মহারাস্তার উপর এই সড়ক দূর্ঘটনা ঘটে। 

নিহত মোটর সাইকেল আরোহী  আসিফ দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর গোলাম  কিবরিয়ার ছেলে।  গত তিনদিন আগে একটি নতুন মোরসাইকেল ক্রয় করেছেন আসিফ। 

পরিবার সুত্রে জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে আসিফ ও তার এক বন্ধু বাসা থেকে বের হয়ে দিনাজপুর শহর থেকে দিনাজপুর ফুলবাড়ী সড়কের কাউগা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ গেটের সামনে দুইটি স্পিডব্রেকারের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে পাকা রাস্তার উপর পড়ে যায়। এই সময় ফুলবাড়ী  থেকে দিনাজপুরে আসা একটি ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলই  মোটরসাইকেল চালক আসিফ নিহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মোটর সাইকেলে থাকা অপরজন প্রাণে বেঁচে যান।  

দিনাজপুর  কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম  সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা  হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী