ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ভিকারুন্নেসা প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। তার পদাঙ্ক অনুসরণ করেই দেশের নারীরা আজ দেশের প্রতিটি সেক্টরেই নিজেদের যোগ্যতার প্রমান দিচ্ছে। সে সাথে বর্তমান সরকারও নারীরে এগিয়ে যাওয়ায় যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।