ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে ঘরোয়া পরিবেশে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত
  • পার্বতীপুর প্রতিনিধিঃ
  • ২০২২-১২-০৯ ০৮:৪৯:৪৬

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস-২০২২ পালনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিল কতিপয় শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের ২০-৩০ জন ছাত্র-ছাত্রী। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা থাকলেও তা করা হয়নি। কোন প্রকার মিছিল বা র‌্যালী প্রদক্ষিণ ছাড়াই শুধুমাত্র  ফটোশেসন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে 'বেগম রোকেয়া দিবস' এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দিয়ে সমবেত নারীদের উদ্দেশ্যে দূর্নীতিবিরোধী বক্তব্য রাখিয়ে অনুষ্ঠানটির শেষ করেন কমিটির নেতৃবৃন্দ। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, রুকশানা বারী রুকু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ, ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম মাহফুজ, শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ।

সর্বশেষে  একই মঞ্চে সমবেত  নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিগন।

এ বিষয়ে পার্বতীপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম মাহফুজ বলেন, দিবসটি পালনে কমিটির পক্ষ থেকে ব্যাপকভাবে কাউকে কোন চিঠিপত্র দেয়া হয়নি। যার কারনেই সমাগম ছিলো কম।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী