সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শহীদ এ শামসুদ্দিন সম্মেলনে কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি বায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।সিরাজগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মোঃ রেজওয়ান ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসানা হেনা প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা।
বক্তারা বলেন,বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন। সমাজের নারীদের ক্ষেত্রে সকল বাধা বিপত্তি ও কুসংস্কারমুক্ত করতে কাজ করে গেছেন। বেগম রোকেয়াকে অনুস্মরণ করে নারীদের এগিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে সফলতা অর্জনের জন্য ৫ জন জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ইলা রানী ঘোষ,শাহজাদপুর উপজেলার মোছাঃ ঈশিতা আক্তার স্বপ্না,তাড়াশ উপজেলার মোছাঃ সুমি খাতুন,কামারখন্দ উপজেলার রেহেনা পারভীন মীরা, শিলা প্রাং।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ছাবিবশা বহুলী কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নূরে জান্নাত।
এ সময় উপপরিচালকের কার্যালয়,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ,হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ আবু হাছিফ মল্লিক,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: মনিরুজ্জামান,হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ বাবুল আকতার খান সহ জয়িতাদের উপস্থিত ছিলেন।