ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলিতে বেগম রোকেয়া দিবস পালিত
  • মুসা মিয়া, হিলি
  • ২০২২-১২-০৯ ০৪:০৫:৩৪

‘সবার মাঝে ঐক্য গড়ি নারী নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিনাজপুরের হিলি হাকিমপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় হিলি হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়।

হাকিমপুর ইউএনও মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে ও হাকিমপুর পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

শেষে ৩ জন নারীকে জয়িতা ঘোষণা করে তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত