ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
দুর্নীতি ক্যান্সারের চেয়ে ভয়াবহ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-১২-০৯ ০৪:০৩:৪৮

‘দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য’ প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
 
অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিনুল হক ববি, সহকারী জেলা শিক্ষা অফিসার জহুরুল হক, টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান আসাদ ও নবম শ্রেণীর ছাত্রী রাদিয়া জান্নাত। 

বক্তারা দুর্নীতিকে সামাজিক ব্যাধি ক্যান্সারের চেয়ে ভয়াবহ উল্লেখ করে বলেন, একে রোধ করতে হবে। শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিবার থেকে শুরু করে সম্মিলিত ভাবে সোচ্চার হতে হবে। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করেছে সেটি প্রয়োগ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে এখনই সময় কথা বলার এ জন্য সরকারী বেসরকারী সব পর্যায় থেকে কাজ করতে হবে। যাতে জনগণ হয়রানী দুর্ভোগ এবং দুর্নীতির শিকার না হন এমনকি কেউ দুর্নীতি না করার সাহস পান। 

আলোচনা সভার আগে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে দুপ্রক, সনাক, বিএনসিসি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এরআগে ডিসি অফিস প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ