ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১২-০৮ ০৯:২৪:৫১

পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সাথে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ূন কবির এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে পটুয়াখালীর উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। এবিষয়ে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহোযোগিতা কামনা করেন তিনি। 

সভায় আরও বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল,  সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম প্রিন্স, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, মোঃ গোলাম কিবরিয়া, অতুল চন্দ্র দাস, স্বপন ব্যানার্জি, মোঃ জাকির হোসেন , সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও মুফতি সালাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন