ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ড্রাম ট্রাক ড্রাইভারের ৫০ হাজার টাকা জরিমানা
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২২-১২-০৭ ০৯:৫০:৪১
দিনাজপুরের পার্বতীপুরে কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কেটে নিয়ে বিক্রি করার অপরাধে সাজেদুল ইসলাম নামের এক ড্রাম ট্রাক ড্রাইভারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পার্বতীপুর সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদুল হাসান গত মঙ্গলবার দুপুরে তাকে এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার বেলাইচন্ডী এলাকায় জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ড্রাম ট্রাকটিকে(ঢাকা মেট্রো ট-৩১৪৮) আটক করে উপজেলা চত্বরে নিয়ে আসেন। সন্ধার সময় শুনানীশেষে তাকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার(ভূমি) মাজামুদুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি কাটা বা অপসারন করা দন্ডনীয় অপরাধ। যত বড় প্রভাবশালী হোকনা কেন কেহ এমন কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী