ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-১২-০৭ ০৭:৩০:০৫
উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। আওয়ামীলীগ টানা ক্ষমতায় রয়েছে বলে এত উন্নয়ন দৃশ্যমান হয়েছে অথচ আওয়ামীলীগের আগে যারা ক্ষমতায় ছিলো তাদের দ¦ারা উন্নয়ন তো হয়নি বরং দেশের ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে(৭ডিসেম্বর) নীলফামারী সদর উপজেলার ল²ীচাপ ইউনিয়নের ককই বড়গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর উদাহরণ টেনে বলেন, শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে তাকিয়ে দ্যাখেন কি উন্নয়ন হয়েছে। এর অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। বড় বড় বিল্ডিং হওয়ায় আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এরফলে শিক্ষার উন্নয়ন ও পরিবর্তনে বিরাট প্রভাব ফেলেছে। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নিরাপদ থাকবো, উন্নয়ন হবে। এরসুফল ভোগ করবো আমরা সবাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দিনরাত নিরলস কাজ করছেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, ল²ীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান ও ঠিকাদার মোকছেদ আলী বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ককই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিধু ভুষণ রায়। উপজেলা প্রকৌশলী বিরল রায় জানান, ১ কোটি ১৭লাখ ২২হাজার ৯৭২টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট দ্বিতল ভবণ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কেয়া বেকারী এ্যান্ড কনস্ট্রাকশন। আগামী বছরের জুনের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা