ঢাকা শনিবার, মে ১১, ২০২৪
১১৪ দেশের অংশগ্রহণে এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশ শুরু ৮ ডিসেম্বর
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-১২-০৬ ০৯:৫৬:১৬

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ১৯ তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশ। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১১৪টি  দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, শিশু কর্নার, নৌবিহার, আর্ট পারফর্মেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কমিটির ৪র্থ সভায় এসব তথ্য জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি কে এম খালিদের  সভাপতিত্বে এতে অংশ নেন জাতীয় কমিটির সদস্যগণ- বাংলাদেশ শিল্পকলা একাডেমির  বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র চারু শিল্পী ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় এশিয়ান আর্ট বিয়েনালের সার্বিক প্রস্তুতি পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কমিটির সদস্য সচিব জনাব লিয়াকত আলী লাকী।এশিয়ার বৃহত্তম এ চারুকলা প্রদর্শনী আয়োজন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা, প্রদর্শনী আয়োজন, বিদেশি অতিথি শিল্পীদের অ্যাপায়ন ও প্রদর্শনী সাজসজ্জা ও প্রচার বিষয়ে মতামত তুলে ধরেন কমিটির সদস্যরা।

ডায়াবেটিক সমিতি ও আইএফআইসি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এক্সপার্টো লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সর্বশেষ সংবাদ