ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কর্মশালায় বক্তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে সুনীল পর্যটন
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২২-১২-০৬ ০৯:৫২:২৫

দেশের শিল্প নীতির ১৪ টি খাতের মধ্যে পর্যটন খাত দ্বিতীয়। শুধুমাত্র সরকারের একার পক্ষে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এটি নিশ্চিত করা গেলেই সুনীল পর্যটন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। বিনিয়োগকারীরা বিনিয়োগের নিরাপত্তা পেলে বিনিয়োগ করবে। পর্যটকদের প্রতি আমাদের আচরণ ভালো না। পাশাপাশি পর্যটকরাও কক্সবাজারের পরিবেশকে কতটুকু সুরক্ষিত রাখে সেই বিষয়ে ভাবতে হবে।

সমুদ্রভ্রমণ নিশ্চিত করা গেলে দেশের পর্যটন খাত আরো বেশি সমৃদ্ধ হবে। এজন্য বিদেশী জাহাজে অবস্থানরত পর্যটকদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ সহজ করতে হবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমেই এই কাজ করতে হবে। তাহলে দেশের পর্যটন খাত জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।
 
সুনীল পর্যটন বাংলাদেশে টেকসই উপকূলীয় সামুদ্রিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

৬ ডিসেম্বর সকালে কক্সবাজারের পেঁচারদ্বীপস্থ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মোঃ বেলাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোঃ জাবের, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হালিম, ট্যুরিজম বোর্ডের সাবেক কর্মকর্তা জাবেদ আহমেদ, কউক চেয়ারম্যান কমোডর (অব.) নুরুল আবছার, এসপি (ট্যুরিস্ট পুলিশ) জিল্লুর রহমান, ইউএনডিপি কর্মকর্তা রমিজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

নীলফামারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার
অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
সর্বশেষ সংবাদ