ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১২-০৬ ০৬:০৩:৪৪
সিরাজগঞ্জে মাছের পিকআপ গাড়ী ও লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া বাজারের পশ্চিম সাইডে ইট ভাটার সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত ইয়াসিন (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাটগড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজারের পশ্চিম পাশে একটি লরি ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ২ জন আহত হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী