ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
ইউপি সদস্যকে মারধোরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেফতার
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-১২-০৬ ০৫:৫৫:৪১
নীলফামারীর ডোমারে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধোর করার ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ডোমার উপজেলার জোড়াবাড়ি রেলস্টেশন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে। সাজু একই ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সোমবার সকাল এগারটার দিকে জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেককে পরিষদের ভেতর ঢুকে মারধোর এমনকি বিভিন্ন প্রকার হুমকী দেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরাজিত প্রার্থী আতাউর রহমান সাজুসহ আরো কয়েকজন। এ সময় তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা করেন মারধোরের শিকার ইউপি সদস্য আব্দুল খালেক। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে রেলস্টেশন বাজার এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে পুলিশ। ইউনিয়ন পরিষদের সদস্য আকবর আলী বলেন, সহকর্মী আব্দুল খালেক পরিষদে এসে গ্রাম আদালতের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই সাজু আরো কয়েকজন লাঠিসোডা নিয়ে এসে খালেককে বের করে নিয়ে গিয়ে বেধরক মারধোর করেন। এ সময় পরিষদের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। আব্দুল খালেক জোড়াবাড়ি পুর্বপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে হেরে যান আতাউর রহমান সাজু। ভোটের আগে ইউপি সদস্য খালেক প্রার্থী সাজুর কাছ থেকে টাকা নিলেও ভোট দেন নি বলে অভিযোগ করেন আতাউর রহমান। টাকা ফেরত চেয়ে এই ঘটনা ঘটান আতাউর রহমান সাজু। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, ইউপি সদস্যকে মারধোরের ঘটনায় মামলার প্রেক্ষিতে সাজু নামে জেলা পরিষদের সাবেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ