ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ-বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেপনা বিচারের দাবিতে মানবন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আজ সকাল ১০টার ভাঙ্গা উপজেলার শরীফাবাদ উচ্চ-বিদ্যালয়ের সামনে আধাঘন্টা ব্যাপি এ মানবন্ধন কর্মসূচি পালন করে। এসময় মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী ও অভিবাভক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজার রহমান নিলু খলিফা, অভিবাভক মো.মীর হায়দার, সুবান শিকদার, স্কুলের ছাত্রী মোসাঃ হাবিবা। এ সময় বক্তরা অভিযুক্ত শিক্ষককের স্কুল থেকে অপসারন ও বিচারের দাবি জানান।
গত বৃহস্পতিবার সকালে বার্ষিক পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থীর খাতা নিয়ে যায় এক শিক্ষক। পরে ঘটনাটি শুনে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায় তার রুমে। এক পর্যায়ে উক্ত শিক্ষার্থীকে জড়িয়ে ধরেন তিনি। এসময় মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়া হয়। পরে ঐ শিক্ষার্থী চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। এঘটনায় প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ভাংগা থানায় মেয়েটির পরিবার একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে প্ররন করে।