ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রূপগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২২-১২-০৪ ০৭:০০:১১

নারায়ণগঞ্জে জেলা রূপগঞ্জ উপজেলায়  ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ ডিসেম্বর) ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা ইন্জিনিয়ারিং কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদ কার্যালয়ের হলরুমে  দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন,রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন- রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন তাহামিনা আলী যুগ্মসাধারণ সম্পাদক,রিমা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক,এমদাদুল হক মিলন দপ্তর সম্পাদক।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত