ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
নব নির্বাচিত পৌর মেয়র আমজাদ হোসেন বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর পৌর সভার দায়িত্ব গ্রহন করেছেন
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২২-১২-০১ ১২:৪৫:০৪
দিনাজপুরের পার্বতীপুরে পৃথক দুই অনুষ্ঠানের মধ্য দিয়ে নব নির্বাচিত পৌর মেয়র আমজাদ হোসেন বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর পৌর সভার দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষ্যে পৌরসভার নতুন ভবনের তৃতীয় তলায় মেয়রের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার(ভূমি), মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সরদার, অধ্যাপক ফয়জুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে পার্বতীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন নির্বাচিত মেয়র আমজাদ হোসেনের নিকট লিখিতভাবে দায়িত্বভার অর্পন করেন। সবশেষে মেয়র তার অফিসকক্ষের চেয়ারে আসনগ্রহন করেন। এসময় সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে পৌরসভা ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মুনাজাত করেন। এছাড়াও গত বুধবার বিকেলে বাস টারমিনাল চত্বরে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নব নির্বাচিত মেয়র, নবগঠিত আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান (এমপি) ও সাধারন সম্পাদক আফতাবুজ্জামান মিতাকে বিপুলভাবে সংবর্ধিত করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে কয়েক হাজার নেতা কর্মী ও সাধারন মানুষ অংশগ্রহন করেন।
নীলফামারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার
অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
সর্বশেষ সংবাদ