ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২২-১১-৩০ ১৩:১১:৩২
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিমের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার কুড়িগ্রামের উপ পরিচালক মিনহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর ইসলাম রিজু, ফুলবাড়ী ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনসহ আরো অনেকে। এসময় বিদায়ী জেলা প্রশাসকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে রাতেই অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। সবশেষে অফিসার্স ক্লাব ফুলবাড়ীর আয়োজনে ব্যাডমিন্টন প্রীতি ম্যাচ উপভোগ করেন জেলা প্রশাসক।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী