ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা!
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-২৯ ০৭:৩৪:৩৩

দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় দুটো বিষয়ে ফেল করায় আত্মহত্যা করেছে মোছা. মোক্তাসিনা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থী মোক্তাসিনা ওই গ্রামের মো.আব্দুল মান্নানের মেয়ে এবং পুখুরি স্কুল এন্ড কলেজের চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে পুখুরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী মোছা. মোত্তারিনা আক্তার। গত সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মোক্তাসিনা জানতে পারে যে, সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। আজ মঙ্গলবার সকালে আনুমানিক সাড়ে ১০টায় নিজ শয়নকক্ষে ঢুকে দরজার ছিটকিনি ভেতর থেকে লাগিয়ে দেয় মোত্তারিনা। বিষয়টি বুঝতে পেরে মোত্তারিনার মা অরছেনা বেগম চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখে মোত্তারিনা ঘরের ডাসার সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী পরিক্ষায় ফেল করার কারনে অভিমানে সে আত্মহত্যা করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে লাশ সুরতহাল করা হয়েছে,বিষয়টি পুলিশ তদন্ত করছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী