ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে ছাত্রলীগের কোন কর্মীও বাধা দিতে যাবে না দিনাজপুরে ওবায়দুল কাদের
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-২৮ ১০:৪১:২১

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে ছাত্রলীগের কোন কর্মীও বাধা দিতে যাবে না,  ভয় পাওয়ার কিছু নেই । উল্লেখ করে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সোরওয়াদী উদ্যোনে সমাবেশে করতে দেওয়া আপনাদের আন্দোলনের ফলন নয় এটা জননেত্রী হাসিনার উদারতার ফসল ।  

আজ সোমবার দুপুর ১২ টার দিকে  দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বক্তব্যে তিনি এ সব কথা বলেন । 

ওবায়দুল কাদের আরোও বলেন -ডিসেম্বওে মাসে আসল খেলা খেলা হবে । খেলা হবে আন্দোলনে। মোকাবিলা হবে ভোট চুরির বিরুদ্ধে। খেলা হবে দূর্ণীতির বিরুদ্ধে। খেলা হবে হাওয়া ভবনের বির“দ্ধে। খেলা হবে হাজার কোটি টাকা দেশ থেকে যারা পাচার করেছে তাদের বিরুদ্ধে। খেলা হবে ১৫ জানুয়ারী মার্কা নির্বাচন এদেশে আর হবেনা। 

তিনি বলেন  সুষ্ঠুভোট হবে। ভয় পাবেন না। শেখ হাসিনা র“টিন দায়িত্ব পালন রুটিন দায়িত্ব পালন করবে। আসল দায়িত্ব নির্বাচন কমিশনের।  কমিশন অধীনেই একটা নিরপেক্ষ ভোট ইনশাআল্লাহ হবেই।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা  জনগনকে আর কোন উসকানী দেবেন না। উসকানী দিলে কিন্তু খবর আছে। আওয়ামীলীগ কর্মীরা মাঠ ছেড়ে দেয় সতর্ক পাহাড়ায় থাকে। কে কী করে। আপনারা আমাদের উপরে হামলা করবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব! এটা কি হয়? খেলা হবে হবে খেলা। প্রস্তুত হয়ে যান । 

মঞ্চে উপস্থিত শ্রমিক নেতা শাজাহান খানকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, আপনাকে একটা অনুরোধ করব। বিএনপি বলে আমরা তাদের সমাবেশ বাধা দেয়ার জন্য ছাত্রলীগের সমাবেশ দিয়েছি ৮ডিসেম্বর। নেত্রী বললেন দরকার নেই। তারা সমাবেশ করুক, আমরা ছাত্রলীগের সমাবেশ আমরা ৬ তারিখে এগিয়ে এনেছি। বিএনপিকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, এটা আপনাদের আন্দোলনের ফসল নয়, এইটা শেখ হাসিনার উদারতা। উদার নৈতিকতার ফসল। যে উদারতার জন্য বেগম খালেদা জিয়া এতিমদের অর্থ আত্মসাত করে, দন্ডিত হয়ে আজকে কারাগারে থাকার কথা। শেখ হাসিনা তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছে এক্সিউটিভ অর্ডারে। বিএনপি তের বছরে তের মিনিটও খালেদা জিয়া তাদের দেশনেত্রী, তার একটা আন্দোলন করতে পারেনি। 

এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  জেলার ১৩টি উপজেলা থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা স্ব স্ব আসনের সংসদ সদস্যদের ছবি সংবলিত পোষ্টার  ফেষ্টুন হাতে নিয়ে সভা স্থলে পৌছেন । 

দীর্ঘ এক দশক পরে অনুষ্ঠিত এ সম্মেলন বেলা ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। জেলা আওয়ালীলীগের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

সম্মেলনে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌ- পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম, মনোরঞ্জন শীল গোপাল এমপি, আবুল হাসান মাহমুদ আলী এমপি, শিবলী সাদিক এমপি, এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি প্রমুখ।

উল্লেখ্য যে গত ২০১২ তে ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীকে ঘোষনা করে কমিটি ঘোষনা করা হয়েছিল।

হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
শাহজাহান  ওমর’র কুশপুত্তলিকা দাহ, ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ সংবাদ