ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
করোনা: অক্সফোর্ডের টিকা কার্যকর ও নিরাপদ
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৭-২১ ০২:০৬:০৯

করোনাভাইরাসের চিকিৎসায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।  সোমবার এই ফলাফল প্রকাশ করা হয়। খবর বিবিসি।

১ হাজার ৭৭ জন মানুষের শরীরে এই পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা গেছে অক্সফোর্ডের টিকা শরীরে অ্যান্টিবডি এবং শ্বেতরক্ত কণিকা তৈরি করছে যা করোনাভাইরাসের প্রতিরোধে কাজ করছে।

গবেষকরা এই ফলাফলকে বড় অগ্রগতি মনে করছেন। তবে এ ফলাফল করোনাভাইরাসের প্রতিরোধে যথেষ্ট কিনা তা আরও বড়ো ট্রায়ালের পর জানা যাবে।

এদিকে, ব্রিটেনে এই ভ্যাকসিনের ১০ কোটি অর্ডার দেয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরির কাজ চলছে।

অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই ভাইরাসের টিকা বাজারে চলে আসবে। সাধারণত এ ধরনের টিকা তৈরিতে বহু বছর লেগে যায়। সেই বিচারে একে বড় ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত
জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২