ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
১০ বছর পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-২৮ ০৪:৩৮:০৫

দীর্ঘ ১০ বছর পর জেলা তারপরে আমাদের আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের প্রথম অধিবেশন শুরু হবে।

দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনাজপুর ভৈরবী শিল্পী গোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সম্মেলনের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হতে হয়েছে।

ত্রি ত্রিবার্ষিক জেলা আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শ্রী রমেশচন্দ্র সেন এম পি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও প্রেসিডিয়াম সদস্য সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রচার ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।

 উল্লেখ্য যে গত ২০১২ তে ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীকে ঘোষনা করে কমিটি ঘোষনা করা হয়েছিল।

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে