ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পিঠা উৎসব
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২২-১১-২৭ ০৭:৫৪:০৭

প্রকৃতিতে মৃদু হিমেল হাওয়া। এ যেন হেমন্তের চিরচেনা রূপ। এমন দিনে পিঠা খেতে কার না ভালো লাগে। তাই তো ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাঠে পা ফেলার ফুসরত নেই। সবাই ব্যস্ত পিঠা খেতে। পাক্কন, পুলি, চিতই, পাটিসাপটা, ভাপা পিঠা কি নেই এখানে।

মেডিকেল কলেজটিতে রবিবার আয়োজন করা হয় পিঠা উৎসবের। সকাল আটটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকে কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা একে একে আসতে থাকেন। বেলা ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত শিল্পীরা।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন মো. একরাম উল্লাহসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

উৎসবে আসা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. মনির হোসেন বলেন, 'পিঠা উৎসব আমাদের ঐতিহ্য। এটাকে ধরে রাখার প্রয়াসকে আমি স্বাগত জানাই। এখানে এসে বেশ ভালো লাগলো।'

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা