ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে বিআরটিসি পরিবহন থেকে ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১১-২৬ ০৬:৪৬:১৪
বিআরটিসি পরিবহন থেকে ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সংগঠনের সদস্যরা। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডে বিআরটিসি পরিবহনে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপ অবমুক্ত কালে পটুয়াখালী বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্য রাকায়েত আহসান, আহসানউল্লা মুছা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান জানান, বস্তায় করে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বিআরটিসি বাসে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকে সনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, আগে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বেনাপোলের পরিবহন গুলোতে পাচার করা হইতে। বেনাপোলের গাড়িতে নিয়মিত অভিযান পরিচালনা করায় বিকল্প পথে কচ্ছপ পাচার করা হচ্ছিল। পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পরে ৪৮ টি সুন্ধি কচ্ছপ পটুয়াখালী বনবিভাগে নিয়ে আসা হয় । বিরল প্রজাতির এসব কচ্ছপ ৭'শ' গ্রাম থেকে ১ কেজি ওজনের। পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন সরকারী খালে কচ্ছপ গুলো অবমুক্ত করা হয়েছে। পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনটিকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি । এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করতে বন বিভাগকে সহায়তা করে। তিনি আরও বলেন, ‘পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। বনের পাখি শিকার করলে আইন অনুযায়ী কী শাস্তি আছে এবং পরিবেশের ওপর কী প্রভাব পরে- এই সংগঠন প্রত্যন্ত এলাকায় আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছে।’
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী