স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২২-১১-২৬ ০৬:৪৩:৫৭
- Print
বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ১৪ পরিবারের মাঝে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় পৌরসভার জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ অর্থ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি মোঃমিজানুর রহমান বাদল তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. একে.এম. শামসু উদ্দিন সানু, সাধারণ সম্পাদক নাসরিন সিপু, উপদেষ্টা কে,এম, সফিকুল ইসলাম, মোঃ জাহিদ লিটন, সাবেক ইউপি সদস্য মোঃশামসু উদ্দিন আহমেদ, শিক্ষক সুশান্ত কুমার, শিক্ষক মোঃ নাসির মাহমুদ, জাহিদুল ইসলাম জনি প্রমুখ।
জাহানা লতিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোঃ জিয়াউর রহমান জানান, মানবিক কারণে আমরা সুবিধাবঞ্চিত অসহায় পরিবারকে সামান্য আর্থিক সহায়তা করেছি। এ সময় তিনি এ সংগঠনের যারা সহায়তার জন্য অর্থ শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে।