ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-২৬ ০৪:০১:০৪

ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে। এর মধ্যে একজনের নাম পরিচায় পাওয়া গেলেও অপর জনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন সিকদার জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এ·প্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। পুলিশ তার মরেদহ উদ্ধার করেছে। পিবিআই এর একটি দল নিহত ওই নারীর পরিচয় সনাক্তে কাজ করছে। এছাড়াও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে মোঃ সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। সে আশুগঞ্জ উপজেলার ফকিরবাড়ি এলাকার মৃত কাসেমা মিয়ার ছেলে। তবে কোন ট্রেন এবং কোন সময় এ ঘটনা ঘটে তা এখনো জানাযায়নি। উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ