ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী- বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছেন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-২৫ ১০:১৫:০৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছেন। পাঁচ বছর জন্য জননেত্রী শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছেন। পঁাচ বছর ক্ষমতায় থাকবেন। পাঁচ বছর পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগনই পরবর্তী সরকার নির্বাচিত করবেন। তিনি আজ শুক্রবার দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য ২ একর ৫৯ শতাংশ খাস জমিতে ৮৫ টি ঘর নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল- আলম সহ দলীয় নেতাকর্মীরা।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা