ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর বিরলে দুই শিশু পুত্রকে বিষ খাইয়ে হত্যা করল পিতা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-২৫ ০২:৫৯:১২
দিনাজপুর বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর একটি পরিত্যক্ত রুমে থেকে আপন দুই সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল দশটার দিকে সংবাতের ভিত্তিতে বিরলের বিজোড়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি পরিত্যক্ত পক্ষ থেকে আপন সহোদর ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। নিহত সহোদর বড় ভাই ইমন হাসান( ৭)ও ছোট ভাই ইমরান হাসান(৩) লাশ দুটি উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন। নিহত আপন সহোদর দুই ভাই দিনাজপুর জেলার বিরল পৌরসভা এলাকার শংকরপুর ঘোড়া পীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নিহত শিশু দুটি দাদা রফিকুল ইসলাম বলেন গতকালকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমার ছেলে শরিফুল ইসলাম আমার দুই নাতিকে সাথে নিয়ে বিরলের বাজারে শীতের কাপড় কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত তারা বাড়িতে না আসা পর্যন্ত আমরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও নিকটস্থ জায়গায় অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও তাদের সন্ধান পাই নাই। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক স্কুলের পাশ থেকে স্থানীয়তের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি দুটি শিশুর পড়ে আছে। ঘটনাস্থলে এসে সনাক্ত করি এই দুই শিশু হচ্ছে আমার কলিজার টুকরা দুই নাতি। আগ থেকেই আমার ছেলে এই দুই শিশুকে মেরে ফেলে নিজেও বিষ খাবে এমন হুমকি দিয়ে আসতে ছিল। অনেক দিন ধরেই সে পরিবারের হুমকি দিয়ে আসতেছিল তার ওই বাস্তবায়ন ঘটিয়েছে সে আজ। দিনাজপুর পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর বলেন গত এক মাস আগেই শরিফুল ও তার স্ত্রী উম্মে কুলসুম এর মধ্যে তালাক হয়। এই তালাকের জের ধরেই শিশু দুটির বাবার শরিফুল ইসলাম নিজ হাতে তুই শিশুকে বিষ খাইয়ে হত্যা করেছে। ঘাতক পিতা পলাতক রয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আসলামউদ্দিন বলেন পারিবারিক কলহের জের ধরে শিশু দুটির বাবার শরিফুল ইসলাম নিজেই তার বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে খাবারের সাথে বিষ খাইয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মরগে প্রেরণ করেছে। পুলিশ ঘাতক পিতাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী