ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাব এর ৩৬ বছর পূর্তি
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২২-১১-২২ ০৬:২৮:৪৪
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব-এর ৩৬ বছর পূর্তি পালন করা হয়েছে ।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার(২২/১১) আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একটি বিশাল র‌্যালী শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোশাররফ হোসাইন, থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, শিল্পপতি ফারুক আহামেদ, সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির। সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় ৩৬ বছরের প্রেসক্লাবের প্রাপ্তি ও ব্যর্থতা নিয়ে বক্তব্য রাখেন, সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল ,শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, মোঃ হোসেন শান্তি ,গোলাম মোস্তফা ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন । বক্তারা বলেন,নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা সৃজনশীল সাংবাদিকতায় বরাবরের মতো এগিয়ে রয়েছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল সদস্যরা সদা জাগ্রত থাকবে এমনটাই প্রত্যাশা করেন তারা। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্পপতি ফারুক আহমেদ অনুষ্ঠানে প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেন।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন