নাসিরনগরে ১৬ হাজার কৃষককে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
-
২০২২-১১-২২ ০৬:২৫:৪১
- Print
‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৬ হাজার কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুনসী তোফায়েল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিনপ্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, একটি সময় ছিল যখন মানুষ সার পেত না। সারের বদলে পেয়েছে গুলি। এখন সার আছে কিন্তু কৃষক খোঁজে পাওয়া যায়না। তিনি সয়াবিনের ব্যবহার কমিয়ে সরিষার উৎপাদন বাড়াতে আহŸান জানান।
কৃষি বিভাগ জানায়, ২০২২-২৩ অর্থ বছরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও কয়েক প্রকার সার দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩০ জন কৃষকে গম বীজ ও সার, ৭০ জনকে ভুট্টা বীজ ও সার, ৬ হাজার কৃষককে সরিষা বীজ ও সার, ১৮০ জন কৃষককে স‚র্যম‚খী বীজ ও সার, ১০ জনকে পেঁয়াজ বীজ ও সার, ৪০ জনকে মসুর ডাল বীজ, ৪ হাজার ৫০০ কৃষককে বোরো হাইব্রীড ধান বীজ ও সার, ৪ হাজার জনকে বোরো উপসী ধানের বীজ ও সার, ১ হাজার ৩০০ জন কৃষককে শীতকালীন সবজি দেওয়া হয়।