ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
আমতলীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১১-২২ ০৬:২৪:০৮
২২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ০৯ টা থেকে ০৩ টা পর্যন্ত বরগুনার আমতলী উপজেলায় ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল আমতলী শাখার সহযোগিতায় ও জাহানার লতিফ মোল্লা ফাউন্ডেশন এর আয়োজনে হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সর্বসাধারনের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহন করেন। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছি। এ আয়োজনে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ