ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঘোড়াশাল পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা ও শ্রেষ্ঠ করদাতাদের মাঝে পুরস্কার বিতরন
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১১-২২ ০৬:১৭:৪৬
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নতুন কোনো কর ছাড়াই পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে ৭২ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৬৯৯ টাকার এ বাজেটে আয় ধরা হয়েছে এবং ব্যায় ধরা হয়েছে ৭১ কোটি ৬৫ লক্ষ ২১ হাজার ০৭৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ১১ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা। বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৭ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৬৯২ টাকা, ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার ০৭৭ টাকা। এর মধ্যে সরকারি উন্নয়ণ তহবিলে আয় ধরা হয়েছে ১২ কোটি ৩২ লাখ। জলবায়ু প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭ লাখ ৫০ হাজার। গুরুত্বপূর্ন নগর উন্নয়ণ প্রকল্পে ১৪ কোটি ৫২ লাখ টাকা। উন্নয়ণ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। মেয়র আল্ মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে সমাজ উন্নয়ণ কর্মকর্তা মাহবুব কবির অনুষ্ঠান পরিচালনা করেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পলাশের সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এমপি, সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধূরী পিপিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী কামরুল ইসলাম, সাবেক আওয়ামী লীগ সাধারন সম্পাদক শেখ ইলিয়াস, পলাশ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনাসহ ঘোড়াশাল পৌরসভার সকল কাউন্সিলার এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে পৌরসভার এক বছর পূর্তি উদযাপন উপলক্ষেও শ্রেষ্ঠ করদাতাদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত