ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজশাহীতে র‌্যাবের অভিযানে দুই কেজি হেরোইনসহ গ্রেফতার-২
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২২-১১-২০ ০৯:২৮:০২

রাজশাহীতে র‌্যাবের অভিযানে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মহানগরী শাহমখদুম থানাধীন আমচত্বর হইতে নওগাঁগামী রোড ওমরপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে দুই কেজি হেরোইন,  একটি মাইক্রোবাস,গাড়ীর কাগজপত্র,তিনটি মোবাইল সেট,চারটি সীমকার্ড,ও নগত ৮,০০০/ টাকা,উদ্ধার করেন এবং আসামী শ্রী প্রদীপ কুমার (৪৫), ওবায়দুর রহমান (২৬)কে গ্রেফতার করেন।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন।

র‌্যাবের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,তিন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হিরোইনসহ একটি সাদা মাইক্রোবাসযোগে রাজশাহী গোদাগাড়ী হতে শাহমখদুম থানাধীন আমচত্বর হয়ে নওগাঁ রোডের দিকে আসছে।সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন আমচত্বর হতে নওগাঁগামী রোড ওমরপুর নামক স্থানে রাস্তার পার্শে মাহিদ্রা গাড়ীর শো-রুমের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি সাদা রংয়ের মাইত্রোবাস আসলে থামানোর সংকেত দেওয়ামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই দুইজনকে মাইক্রোবাসসহ আটক করা হয় এবং অপর একজন মাইক্রোবাসের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।আসামীদেরকে পলাতক আসামীর নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তাহার নাম মিজানুর রহমান (২৫), পিতা-এনামুল হক, সাং-আচুয়াভাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী বলে জানায়।

আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বগুড়া হতে মাইক্রোবাস নিয়ে রাজশাহী আসে হেরোইন সংগ্রহ করতে। রাজশাহীর গোদাগাড়ী হতে হেরোইন সংগ্রহ করে তারা জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ হেরোইন সরবরাহ করে থাকে এবং ইতিপূর্বে আরো কয়েকবার এ পন্থায় মাদক সরবরাহ করেছিল বলে জানায়।

আসামীগনদের বিরুদ্ধে মাদক আইনে মহানগরীর শাহমখদুম থানায় একটি মামলা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ