ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ফরিদপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-১১-২০ ০৬:৩৪:৫০
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎকোচ বিনিময়ে রাজাকার পুত্রকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে আলফাডাঙ্গা বাজারের চৌরাস্তা মোড়ে এর আয়োজন করা হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন খান, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হাসান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের উদ্দেশ্যে গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন খানের পক্ষে ১৩ জন ভোট দেন। কিন্তু পরে অনিয়ম করে ৮ ভোট দেখিয়ে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানকে বিজয়ী দেখানো হয়েছে। যার পিতা একজন তালিকাভুক্ত রাজাকার ছিলেন। তার ভাই বর্তমানে উপজেলা যুবদলের সভাপতি। এ ঘটনায় ওই সভায় উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের ১১ জন তাদের মতামতকে উপেক্ষা করে দলীয় প্রার্থী নির্বাচিত করা হয়েছে বলে লিখিতভাবে জানান। তারা ওই নির্বাচনী ফলাফল বাতিল করে মোনায়েম খানকে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত করার জোর দাবি জানান। বক্তাগণ অভিযোগ করেন, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়ন বোর্ডের সংখ্যাগরিষ্ট মতামতকে উপেক্ষা করে কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম পাঠানো হয়েছে। এসময় তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মনোনয়ন বোর্ডে সংখ্যাগরিষ্ট সদস্যদের মনোনীত প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত