ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল: কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-১১-২০ ০৬:৩০:০৩
আগামী ২৩ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই রোববার জানা যায় তার সফর বাতিল হয়েছে। এমন খবরে নানা গুঞ্জন শুরু হলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন শিডিউল জটিলতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল করেছেন। রোববার (২০ নভেম্বর) ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম লিডারমিপ সামিটের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে একথা জানান ড. মোমেন। কূটনৈতিক সূত্র বলছে, ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ঢাকাস্থ রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারছেন না। তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এই সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২৩- ২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এতে যোগ দেওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ সফরের শুরুর দিনেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ারও কথা ছিল। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও ছিল ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘উনি আসছেন না, এটা আমি শুনেছি। উনারা শিডিউল মেলাতে পারছেন না। উনি আজারবাইজান না কোথাও যেন যাবেন, তবে কাল সোমবার (২১ নভেম্বর) উনার সঙ্গে আমার কথা হবে। আমার কাছে সময় চেয়েছিলেন কথা বলার জন্য। তাই কাল কথা হবে।’ এই সম্মেলনে ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিচ্ছেন। অতি সম্প্রতি ল্যাভরভ এই অঞ্চলের আরও কয়েকটি দেশ সফর করেছেন।
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮